মাসুমুর রহমান মাসুদ,প্রতিনিধি, চান্দিনা:
চান্দিনা পৌর এলাকার কৃষি জমির খাজনা বাতিল, খাজনা আদায়ে কৃষক হয়রানি বন্ধ করা, অবৈধভাবে আদায়কৃত জমির খাজনা ফেরৎ, পৌরসভার নাগরিক সুবিধা বাড়ানো সহ পাঁচ দফা দাবিতে চান্দিনা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে কৃষকরা। বিক্ষোভ মিছিল শেষে কৃষকদের পক্ষে চান্দিনা পৌরসভা কৃষি জমি খাজনা প্রতিরোধ সংগ্রাম কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত স্মারক লিপি দেন। বুধবার (২ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবুল হাসান স্মারকলিপিটি গ্রহণ করেন।
এর আগে চান্দিনা পশ্চিম বাজারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চান্দিনা পৌরসভা কৃষি জমি খাজনা প্রতিরোধ সংগ্রাম কমিটি’র আহবায়ক সুজাত আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি পরেশ কর, যুগ্ম আহবায়ক সুধাংশু নন্দী, হুমায়ুন সর্দার, বাংলাদেশ কৃষক সমিতির কুমিল্লা জেলা সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টার, উপজেলা ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বাঙ্গালী, দেবিদ্বার প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এ.বি.এম আতিকুর রহমান বাশার, বরুড়া উপজেলা কৃষক সমিতির আহবায়ক কাশেম ছফিউল্লাহ্ কাজল, কৃষক মুক্তি সংগ্রাম এর কেন্দ্রীয় সভাপতি জাফর হোসেন, গণফ্রণ্ট এর কুমিল্লা জেলা সমন্বয়ক মোতাহের হোসেন বাবুল, সিপিবি’র কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...