মাসুমুর রহমান মাসুদ,স্টাফ রিপোর্টার, চান্দিনাঃ
চান্দিনা পৌর এলাকায় অনুর্ধ ২৫ বিঘা কৃষি জমির খাজনা বাতিলসহ পাঁচ দফা দাবিতে আজ বুধবার (২মে) উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে সংগ্রাম কমিটি। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চান্দিনা পৌরসভা কৃষি জমি খাজনা প্রতিরোধ সংগ্রাম কমিটি। কমিটির আহবায়ক সুজাত আলী গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহবায়ক সুজাত আলী জানান, স্বাধীনতার পর তৎকালীন সরকার অনুর্ধ ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে ছিলেন। যা বর্তমানেও বলবৎ রয়েছে। উপজেলা ভূমি অফিসের একটি স্বার্থান্বেষী চক্র নানাভাবে কৃষকদের কৃষি জমি ও পুকুর এর উপর উচ্চ হারে একসাথে বার বছরের খাজনা দাবি করছে। কিন্তু কৃষকদের পে নিয়ম বহির্ভূত ওই খাজনা পরিশোধ করা সম্ভব নয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...