
চট্রগ্রাম বারীয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ শাহ্সুফি বদরুদ্দোজা বারী বলেছেন, পবিত্র কোরআনে উলেখ আছে-প্রত্যেক নর-নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। নবী করিম (সাঃ) বলেছেন, শিক্ষা অর্জনের জন্য সুদূর চীন দেশ পর্যন্ত যেতে। এ বানী দ্বারা বুঝা যায় শিক্ষা কতটা গুরত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষানীতি এমন হওয়া উচিত, যাতে প্রতিটি মেধাবী শিক্ষার্থী যোগ্যতার মাপকাঠিতে চাকরি পেতে পারে। সঠিক সময়ে চাকরি পেলেই তার জীবনের এবং পরিবারসহ সমাজের চাহিদা পূরণ হবে। তিনি আরো বলেন, জাতীয় জীবনে স্বনির্ভরতা অর্জনের জন্য আজ তথ্য-প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তৈরী করা সময়ের জোরালো দাবি। তিনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সৈয়দ শাহ্সুফি বদরুদ্দোজা বারী বৃহস্পতিবার দুপুরে কুমিলার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী নবীয়াবাদ আলহাজ্ব আব্দুল ওয়াদুদ সরকার ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হামিদুল হোসেন ও পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক শহীদুল ইসলাম, ব্যবসায়ী আবু বকর সিদ্দিক ও সাংবাদিক শহীদুল হক প্রমুখ।
প্রতিষ্ঠাতা আলহাজ্ব হামিদুল হোসেন বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা থাকলে শতভাগ সাফল্য অর্জন করা যে সম্ভব, তার উদাহরন নবীয়াবাদ মাদ্রাসা। তিনি সংশিষ্ট সকলকে এ সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং আগামীতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্য আশাবাদ ব্যাক্ত করেন।
পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামীতে এ মাদ্রাসা থেকে যারা ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হবে তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে তিনি ব্যাক্তিগতভাবে সহায়তা প্রদানসহ শিক্ষা জীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের জন্য চেষ্টা করবেন।
উলেখ্য, সম্প্রতি প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে উক্ত মাদ্রাসা সারা দেশের মধ্যে ৬ষ্ঠ হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ৪৫ জন জিপিএ-৫ অর্জন ছাড়াও প্রতিবারের মতো শতভাগ পাশের কৃতিত্বের সার রাখে। সর্বশেষে চট্রগ্রাম বারীয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ শাহ্সুফি বদরুদ্দোজা বারী দেশ ও জাতির মঙ্গল কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।