স্টাফ রিপোর্টার, চান্দিনাঃ
চান্দিনায় ছাদ থেকে পড়ে বিটিসিএল এর টিসিএম মো. মিজানুর রহমান (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখোলা গ্রামের আবদুল গনি মিয়ার ছেলে। তিনি বিটিসিএল এর চান্দিনা টেলিফোন এক্সচেঞ্জে কর্মরত ছিলেন।
জানাগেছে, গত বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে চান্দিনার বেলাশহরস্থ তিনতলা বাসভবনের ছাদ থেকে জাম পাড়তে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে যান তিনি। মারাত্মক আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাত ৯টায় চান্দিনা মোকামবাড়ীতে প্রথম জানাজা ও গতকাল শুক্রবার সকালে বামনীখোলায় গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখেগেছেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...