কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সীমান্তে দায়িত্বরত বিডিআরের ৩৩ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের গত তিন মাসের আটককৃত ২৯ কোটি পৌনে ১৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্ সকালে ধ্বংস করা হয়েছে।
ওইদিন কুমিল্লা কোর্টবাড়ির ৩৩ রাইফেল ব্যাটালিয়নের সদর দফতরে এ উপলক্ষে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মাদকবিরোধী সচেনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। ৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফখরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এসএম ফরহাদ এএফডব্লিউসি পিএসসি, কুমিল্লা পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদ মাহবুব খান, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...