স্টাফ রিপোর্টার :
বিরোধী দলের ডাকা হরতাল প্রত্যাহার করতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এই হরতাল প্রত্যাহার করতে বলা হয়। আগামী ২৭ জুন ডাকা বিএনপির হরতাল প্রত্যাহার করতে আজিজুল হক পাটোয়ারি, অ্যাডভোকেট এমএম ইসলাম ও মাহবুব আলম চৌধুরীর পক্ষে লিগ্যাল নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট কামাল উদ্দিন। লিগ্যাল নোটিশে বলা হয়, ৭ দিনের মধ্যে হরতাল প্রত্যাহার না করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একইসঙ্গে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও আইজিপির কাছে এ সংক্রান্ত একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...