মাসুমুর রহমান মাসুদ,স্টাফ রিপোর্টার, চান্দিনাঃ
চান্দিনায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের মনোনয়ন দাখিল করেছেন মুক্তিযোদ্ধারা। গত মঙ্গলবার (২৫ মে) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসান এর কার্যালয়ে মনোনয়ন দাখিল করা হয়। কমান্ডার পদে মুক্তিযোদ্ধা হাজী আবদুল মালেক, ডেপুটি কমান্ডার কাজী গোলাম মোস্তফা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক মো. আবদুর রাজ্জাক, সহ-তথ্য ও প্রচার সম্পাদক মো. আলী আকবর দর্জী, পুনর্বাসন ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মোবারক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মান্নান, দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. আবদুল খালেক, কার্যকরী সদস্য পদে তপন বক্সী, মো. সহিদ উল্লাহ ও নির্মল চন্দ্র দাস মনোনয়ন জমা দিয়েছেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোসলেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইয়ুব আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...