দেবিদ্বার প্রতিনিধি :
শুক্রবার রাতে দেবিদ্বারে পারিবারি দ্বন্দ্বের কারণে ৮ মাসের অন্তস্বত্ত্বা এক গৃহবধূ আÍহত্যা করেছে।
পুলিশ জানায়, উপজেলার কালিকাপুর গ্রামের লিল মিয়ার স্ত্রী লিপি আক্তার (২৫) শুক্রবার রাতে ঘরের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে আÍহত্যা করে। স্বামী লিল মিয়া অনেক দিন প্রবাসে ছিলো। তার টাকা পয়সা পাওনা ছিলো স্ত্রীর ভাইদের নিকট। এনিয়ে কিছুদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এনিয়ে লিপি আÍহত্যা করতে পারে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হেসেনের ধারণা। লিপি কসবা উপজেলার আকসিনা গ্রামের মকবুল মিয়ার মেয়ে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...