
কুমিল্লার তিতাস উপজেলা গতকাল ২২ মে শনিবার কড়িকান্দি বাজারস্থ আওয়ামীলীগ একাংশের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে গত ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিতে কড়িকান্দি বাজারে আসা নেতাকর্মীদের উপর দাউদকান্দি গৌরীপুরে হামলার প্রতিবাদে ওয়ার্ড থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলার ঘোষণা দেন। বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে মামলার এজাহারভূক্ত আসামীদের পুলিশ প্রশাসন গ্রেফতার না করতে পারলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।
উপজেলা যুবলীগ আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুন্সি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ আলম শান্তি, সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, কুমিল্লা (উত্তর) জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি রাজা মিয়া সওদাগর, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব বি.এম সামছুল হক মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুর করিম, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক নুরু নবী, জগতপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, যুবলীগ নেতা শেখ ফরিদ প্রধান, আজহার খান, শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ডালিম, ছাত্রলীগ নেতা আতাউর রহমান সানু ও নাঈম।
উল্লেখ্য, গত ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তিতাস উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হলে তাতে যোগ দিতে আসা নেতাকর্মীরা দাউদকান্দি উপজেলার গৌরীপুরে হামলার শিকার হয়। এতে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মহসিন ভূঁইয়া ও আওয়ামীলীগ সদস্য শাহ আলম শান্তি আহত হয়।