
কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা থেকে সদ্য প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। উক্ত ফলাফলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. মোশারফ হোসাইন ভুইয়া সন্তোষ প্রকাশ করেন এবং ভারপ্রাপ্ত সুপারসহ শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো.শাহ্ আলম সিরাজী জানান, মাদ্রাসা পরিচালনা পরিষদ, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন হয়েছে। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে উক্ত মাদ্রাসাটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- আমেনা আক্তার, খাদিজা আক্তার, বিলকিস আক্তার, ফাহিমা আক্তার, নুরুন্নাহার আক্তার, শাহিনুর আক্তার, ছালমা আক্তার, রফিকুল ইসলাম, খোরশেদা আক্তার, খাদিজা আক্তার, রিপা আক্তার, সৈয়দা রাহিমা আক্তার ও খাদিজা আক্তার ।