এস জে উজ্জ্বল :
আয়ের উৎস জানাতে শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। বুধবার পল্টনে বিএনপির জনসভায় বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনার আয়ের উৎস কী, তা দেশের মানুষ জানতে চায়।”বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অপ্রদর্শিত আয় বৈধ করা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের বক্তব্যের প্রতিক্রিয়ায়ই সালাউদ্দিন কাদেরের এ বক্তব্য।
এর আগে বরগুনায় এক জনসভায় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতার কালো টাকা সাদা করার বিষয়টি তুলে ধরে এর সমালোচনা করেন। সালাউদ্দিন কাদের বলেন, “কালো টাকা নিয়ে তারা কথা বলছেন। আমার আয়ের উৎস কী, তা দেশের মানুষ জানে। আমার বাবা (ফজলুল কাদের চৌধুরী) ধানমণ্ডিতে কীভাবে বাড়ি করেছেন, আমার ছেলে-মেয়েরা বিদেশে কীভাবে লেখাপড়া করে, তা দেশের মানুষ জানে।”
কারো নাম উল্লেখ না করে সরকারি দলের নেতাদের উদ্দেশে বিএনপি নেতা বলেন, “যাদের আয়ের উৎস চাঁদাবাজি, তাদের পক্ষে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আয়ের উৎসের সঠিক তথ্যও তারা দিতে পারবে না।”
আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরে শাসক দলের নেতাদের ‘দুর্নীতির’ প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “তারা (ছাত্রলীগ) বলে, কেউ খাবে, কেউ খাবে না- তা হবে না।”বিদ্যুৎ-পানি সঙ্কট সমাধানে সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন সালাউদ্দিন কাদের।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...