এস জে উজ্জ্বল :
আগামী ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বুধবার পল্টন ময়দানে জনসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল পৌনে ৪টার দিকে সমাবেশস্থলে পৌঁছে তিনি ভাষণ শুরু করেন পৌনে ৬টায়। শুরুতেই তিনি বিভিন্ন এলাকায় সমাবেশগামী বিএনপি নেতা-কর্মীদেরকে ক্ষমতাসীন দলের বাধা দেয়ার নিন্দা করেন। বলেন, বিএনপিকে ভয় পায় বলেই সমাবেশে আসতে বাধা দেয়া হচ্ছে।
গ্যাস-বিদ্যুৎ-পানি সরবরাহ নিশ্চিত করা, টেন্ডারবাজি-দখলবাজি বন্ধ, ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদ, বিচারবিভাগ দলীয়করণ, ভারতের সঙ্গে করা চুক্তির প্রতিবাদ, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে এ হরতাল ডাকা হলো বলে সমাবেশে ঘোষণা করেন খালেদা।
এর আগে ঢাকা সিটি করপোরেশন মেয়র ও দলের সহ-সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে আজ দুপুর ২টার দিকে পল্টন ময়দানে আনুষ্ঠানিকভাবে বিএনপির সমাবেশ শুরু হয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এতে বক্তব্য দেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...