দাউদকান্দি প্রতিনিধি :
দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শরিফ হোসেন ও মোঃ আতাউর রহমান আ’লীগের সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মঙ্গলবার ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করে। ছাত্রছাত্রীরা এ সময় সুষ্ঠু বিচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করে। খবর পেয়ে দাউদকান্দি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত সোমবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে দাঁড়িয়ে থাকা ছাত্রদের বসতে বললে ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী সবাহন গ্রামের আ’লীগ সন্ত্রাসী মিজানুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসী আলমগীর, জলফু মিয়া ও গিয়াসউদ্দিন প্রমুখ সিনিয়র ইংরেজি শিক্ষক মোঃ শরিফ হোসেন ও সামাজিক বিজ্ঞান শিক্ষক আতাউর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...