কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এ,আর, কাউছার আহমেদ খন্দকার। অসুস্থ অবস্থায় সে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। দীর্ঘ ৬ মাস আক্রান্ত ছিল লিভার সিরোসিস রোগে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় গেল এপ্রিল মাসের ২১ তারিখে তার অকাল মৃত্যু ঘটে। কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ থেকে এবারের এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কাউছার আহমেদ খন্দকার। গত ১৫ মে ফলাফল প্রকাশিত হলে সে জিপিএ-৫ পায়। কিন্তু মৃত্যুর পূর্বে নিজের এই সাফল্য দেখে যেতে পারেনি সে। বরুড়া পৌর এলাকার দেওড়া গ্রামের এ,আর, ডাঃ সুলতান আহমেদ খন্দকার ও মৃত আয়শা সুলতানার ছেলে কাউছার আহমেদ। একই রোগে আক্রান্ত হয়ে আড়াই বছর আগে তার মা আয়শা সুলতানা মারা যান। তার পিতা সুলতান আহমেদ খন্দকার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর এ,এম,ডি (উন্নয়ন)।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...