স্টাফ রিপোর্টার :
পল্টনের সমাবেশে বিএনপি নিজেরা অরাজকতা সৃষ্টি করে তার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেন, “আন্দোলনের নামে বিরোধীদলের কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না।” বিএনপির সমাবেশের একদিন আগে মঙ্গলবার রাতে সাভারের একটি সংগঠন আয়োজিত কোরআন শিক্ষা সম্মেলনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপির সমাবেশে সর্বোচ্চ নিরাপত্তা বিধানের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
সংস্থার মহাসচিব মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব এএম ইসমত কাদির গামা।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...