এস জে উজ্জ্বল :
বিএনপি আন্দোলন করার মতো শক্তি এখনো সংগ্রহ করতে পারেনি উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি কোন আন্দোলন কর্মসূচি সফল করতে পারবে না। সরকারের জন্য এটা একটা সূবর্ণ সুযোগ। মঙ্গলবার সকালে বারিধারায় এরশাদের নিজ বাসভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত তামাকসু সিনোতসুকার সঙ্গে এক সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গ্যাস, বিদ্যুত ও পানিসঙ্কটের কথা স্বীকার করে তিনি যতদ্রুত সম্ভব সকল সমস্যার সমাধান করার আহবান জানিয়ে বলেন, গ্যাস, বিদ্যুত, পানিসঙ্কট সহ নাগরিক দুর্ভোগ কমাতে না পারলে আগামী নির্বাচনে মহাজোটের করুণ পরিনতি হবে।
তিনি জানান, চলমান সঙ্কট কাটানোসহ দেশের উন্নয়ন তরান্বিত করতে শিগগিরই জাতীয় পার্টিসহ মহাজোটের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...