এস জে উজ্জ্বল :
পল্টন ময়দানে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২টায় এর কার্যক্রম শুরু হবে। বিকালে সেখানে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।এই মহাসমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার সকালে জানিয়েছেন, মহাসমাবেশ শুরু হবে দুপুর ২টায়। প্রধান অতিথি খালেদা জিয়া ৪টার মধ্যে পল্টন ময়দানে এসে পৌঁছবেন। এ মহাসমাবেশ উপলক্ষে পল্টন ময়দান ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জি বলেন, মহাসমাবেশ উপলক্ষে পল্টন ময়দানসহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রায় দেড় হাজার সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে। পল্টন ময়দানে সিসিটিভি ও আর্চওয়ে স্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
ওদিকে স্বেচ্ছাসেবক দলের দেড় হাজার সদস্য পল্টন ময়দানের নিরাপত্তার নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন মহাসমাবেশের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। নজরুল ইসলাম বলেন, “বিভাগের সব জেলা, উপজেলা ও পৌরসভা থেকে কর্মী-সমর্থকরা দুপুরের মধ্যে পৌঁছবেন। খবর পেয়েছি, ইতিমধ্যে অনেক স্থান থেকে বাস রওনা হয়েছে।”
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...