
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রতিবারের মতো এবারো শতভাগের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। ২০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১ জন জিপিএ-৫সহ শতভাগ ফল অর্জনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বয়ে আনে। এ ফলাফলে দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। তবে মাদ্রাটি স্থাপিত হবার ১০ বছর পরও এমপিও ভূক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী শিক্ষার মান উন্নয়নে উক্ত মাদ্রাসাটিকে এমপিও ভূক্ত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন।
মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মুন্সী মো. গোলাম হাক্কানী ও পরিচালনা পর্ষদের সভাপতি মো. ওমর ফারুক এর সার্বিক সহযোগিতা, শিক্ষক মন্ডলীর নিয়মতান্ত্রিক প্রচেষ্টা,অভিভাবকদের সচেতনতা, পরিচালনা পর্ষদের সুদক্ষ ব্যাবস্থাপনাসহ মাসিক পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নের কারণে এ ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
কৃতি শিক্ষার্থীরা হলো- মানবিক বিভাগের ফয়সাল আহমেদ (জিপিএ-৫ প্রাপ্ত), আব্দুল আউয়াল, বিল্লাল হোসেন, দ্বীন ইসলাম, তৈয়বুর রহমান, জালাল উদ্দিন, জহিরুল ইসলাম, উজ্জল হোসাইন, ফয়সাল মিয়া, সাদ্দাম হোসাইন, পাকিজা আক্তার, রাহিদা সুলতানা, তাসলিমা আক্তার, খাদিজা আক্তার, হোসনা আক্তার, জেসমিন আক্তার, সাদিয়া আক্তার, রুজিনা আক্তার, বিপাশা আক্তার ও জুলেখা আক্তার । তারা উচ্চ শিক্ষার্থে সকলের দোয়া প্রার্থী।