স্টাফ রিপোর্টার :
আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার রাতে দলটির স্থায়ী কমিটি আড়াই ঘণ্টাব্যাপী এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।
বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, “আমরা নির্বাচনে বিশ্বাস করি। তাই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া সিদ্ধান্ত নিয়েছি।” নির্বাচনের প্রার্থী দলের চেয়ারপারসন খালেদা জিয়া চূড়ান্ত করবেন বলে জানান মাহবুবুর।
স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, “১৯ মে’র মহাসমাবেশ থেকে হরতালের মতো কর্মসূচি দেওয়ার কথা দল আপাতত ভাবছে না।”
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টায় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...