স্টাফ রিপোর্টার :
শনিবার প্রকাশিত ২০১০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সবচেয়ে বেশি পাসের হার মাদ্রাসা বোর্ডের, ৮৬ দশমিক ৭০ শতাংশ।মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই সবচেয়ে ভাল ফল করেছে। এ শাখার প্রায় শতকরা ৯৬ ভাগ পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে।
যেখানে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১৯ শতাংশ। আর মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পাসের হার প্রায় ৮০ শতাংশ।
মাদ্রাসা বোর্ডের ২ লাখ ১২ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৮২ হাজার ৪৩১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ বোর্ডের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২০ হাজার ৭৫৫ জন। মাদ্রাসা বোর্ডের চারটি শাখার মধ্যে বিজ্ঞান শাখায় পাসের হার ৯৫ দশমিক ৬২ শতাংশ, সাধারণ শাখায় ৮৫ দশমিক ৬০ শতাংশ, মুজাব্বিদ শাখায় ৮২ দশমিক ০৩ শতাংশ এবং সবচেয়ে কম হিফজুল কুরআন শাখায় ৫৪ দশমিক ৫৫ শতাংশ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...