স্টাফ রিপোর্টার, কুমিল্লা :
কুমিল্লা শিক্ষা বোর্ডে গ্রেডিং পদ্ধতিতে এসএসসিতে এবারই সর্বোচ্চ পাসের হার হয়েছে। একই সঙ্গে জিপিএ-৫-এর সংখ্যাও বেড়েছে। শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কুমিল্লা বোর্ডে পাসের হার ৮১.০৩%। জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৮৬৩ জন। এবার মেয়েদের চেয়ে ছেলেদের পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা বেশি।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডের অধীনে এক লাখ দুই হাজার ৩০৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮২ হাজার ৬৯৪ জন। পাসের হার ৮১.০৩%। বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৩১৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭ হাজার ৪১৫ জন। পাসের হার ৯০.২৭%। মানবিক বিভাগে ২০ হাজার ২৭২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৩ হাজার ৮৭১ জন। পাসের হার ৬৮.৭৩%। ব্যবসায় শিক্ষা বিভাগে ৬২ হাজার ৭২৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫১ হাজার ৪০৮ জন। পাসের হার ৮২.১৫%। এ বছর জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৮৬৩ জন। এর মধ্যে বিজ্ঞানে চার হাজার ৪৮৩ জন, মানবিকে ১০১ জন এবং ব্যবসায় শিক্ষায় এক হাজার ২৭৯ জন।
মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে
বোর্ডে এবার ছেলেদের ফল ভালো। এবার ৪২ হাজার ১২৯ জন ছেলে এবং ৪০ হাজার ৫৬৫ জন মেয়ে পাস করেছে। ছেলেদের পাসের হার ৮৪.৬৯% এবং মেয়েদের পাসের হার ৭৭.৫৬%। মানবিক ছাড়া বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ছেলেদের জিপিএ-৫-এর সংখ্যাও বেশি। বিজ্ঞানে জিপিএ-৫ পাওয়া চার হাজার ৪৮৩ জনের মধ্যে দুই হাজার ৭৮৬ জন ছেলে, ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পাওয়া এক হাজার ২৭৯ জনের মধ্যে ৬৮৮ জন ছেলে। তবে মানবিকে জিপিএ-৫ পাওয়া ১০১ জনের মধ্যে মাত্র ২১ জন ছেলে বাকি ৮০ জনই মেয়ে। উল্লেখ্য, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মেয়েদের সংখ্যা ছিল বেশি।
৮৫ বিদ্যালয়ের সবাই পাস
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ৫৩৪টি বিদ্যালয় অংশ নেয়। এর মধ্যে ৮৫টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী পাস করেছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...