এস জে উজ্জ্বল :
শুরু থেকেই খ্রিষ্টানদের একচেটিয়া দখলে থাকা ব্রিটিশ মন্ত্রিসভায় প্রথম মুসলিম মন্ত্রী হিসেবে নাম লিখিয়েছেন সাঈদা হোসেন ওয়ারসি (৩৯)। তিনি হলেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের কনিষ্ঠতম সদস্য । সদ্য প্রধানমন্ত্রী হওয়া ডেভিড ক্যামেরন মন্ত্রিসভায় তাঁর নাম সুপারিশ করেন। ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রধান হিসেবেও ওয়ারসি দায়িত্ব গ্রহণ করেছেন। কোনো মুসলিম নারীর বেলায় এটিও প্রথম ঘটনা।
ওয়ারসি ২০০৭ সালে ‘ব্যারোনেস অব ডিউসবারি’ খেতাব পান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানের দায়িত্ব দেন তাঁকে। একই সঙ্গে মন্ত্রীর পদও লাভ করেন। একই দিন তিনি যখন ১০ ডাউনিং স্ট্রিটে মন্ত্রিসভার প্রথম সভায় যোগ দিতে যাচ্ছিলেন, মন্ত্রী পদ লাভের বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘এটি খুবই বিনয়ের ব্যাপার।’
ওয়ারসি যুক্তরাজ্যে পাকিস্তানি অভিবাসী কারখানা শ্রমিকের মেয়ে। শুরুতে একজন কৌঁসুলি হিসেবে পেশা শুরু করেন তিনি। ২০০৪ সালে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ২০০৭ সালে কনজারভেটিভ পার্টির সামনের কাতারে চলে আসেন।
ওয়ারসি সম্পর্কে শোনা যায়, ব্রিটেনের মুসলিম সম্প্রদায়ের লোকজনের আস্থা অর্জনে তাঁকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। রয়টার্স।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...