কুমিল্লা প্রতিনিধি :
সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের বামইল গ্রামের মোহাম্মদ আলী তার বখাটে ছেলে টিটুকে বৃহস্পতিবার রাতে কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পাচথুবী ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার বাহার আলীর পুত্র শামুর ব্যবহৃত মোবাইলটি চুরি হয়। শামু শিবের বাজার কমিটির সহায়তায় সন্দেহ করে টিটুকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে মোবাইল চুরির বিষয়টি স্বীকার করে। বাজার কমিটি রাত ১২ টায় পুলিশে খবর দেয়। এদিকে সংবাদ পেয়ে টিটুর পিতা মোহাম্মদ আলী বাজারে আসেন এবং নিজ হাতে বখাটে সন্তান টিটুকে পুলিশে সোপর্দ করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...