মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
দারিদ্র মুক্ত দেশ গড়ার শ্লোগান নিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার ইসলামী ব্যাংক লিমিটেডের কোম্পানীগঞ্জ শাখার সেবা মাস উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ই.ভি.পি এম সামছুজ্জামান। শাখা ব্যাবস্থাপক জহিরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউছুফ সোহেল, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রব্বানী। ব্যাংকের সহকারী কর্মকর্তা এ.কিউ.এম হোসাইন মজুমদারের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা দেলোয়ার হোসেন ভুইয়া, সাংবাদিক আব্দুল আউয়াল সরকার, ব্যাবসায়ী প্রদীপ চন্দ্র সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ব্যাবসায়ী জালাল উদ্দিন, ইউপি সদস্য আলেয়া বেগম ও কোরান তেলাওয়াত করেন মাঠ কর্মী আবু কাউছার প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...