
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের পিপুড়িয়া গ্রামে শুক্রবার রাতে ৪ বাড়িতে দুর্ধর্র্ষ ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা বাড়ির লোকজনকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫লাখ টাকার মালামাল লুট করে নেয়। এতে মহিলাসহ ১০ জন আহত হলেও ৩জন আশংকাজনক।
সরেজমিন পরিদর্শনকালে জানা গেছে, রাত অনুমান ১টায় ২০/২৫ জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাত দল পর্যায়ক্রমে গোলাম কিবরিয়া, আব্দুর রহিম, মুর্শিদ ও হোসেন মিয়ার বাড়ীর দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। তখন আলমিরা ও সুকেসের তালা ভেঙ্গে নগদ ১লাখ ৩৫ হাজার টাকা, ১০ ভড়ি স্বর্নের অলংকার, ৪টি মোবাইল ফোন, ১টি ক্যামেরা ও প্রয়োজনীয় কাপড়চোপড়সহ প্রায় ৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা শিল্পপতি গোলাম কিবরিয়াকে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন বলে তাঁর বৃদ্ধ মা মোসেনা খাতুন (৬৭) জানিয়েছেন। লোকজন আতংকে চিৎকার করায় ডাকাতরা কুপিয়ে এবং পিটিয়ে ১০জনকে আহত করে। এদের মধ্যে হোসেন মিয়ার স্ত্রী রেজিয়া পারভীন (৪৪), মৃত রহমত আলীর ছেলে আব্দুর রহিম (৬০) ও তার ছেলে সুমন মিয়া (৩০) গুরতর আহত হলে তাদেরকে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
খবর পেয়ে শনিবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউছুফ সোহেল ও থানার ওসি আমিরুল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।