স্টাফ রিপোর্টার, চান্দিনাঃ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম জয়ন্তী উপলক্ষে গত শুক্রবার (৭ মে) বিকেলে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ ও নবধারা সঙ্গীত একাডেমীর যৌথ উদ্দ্যোগে চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহযোগীতায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পীরা। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার সারওয়ার হোসেন নাঈম, এবিএম জোবায়ের, আফজাল হোসেন, লিলি, শৈলী, শারমিন, তামান্না, তানিয়া, আরওয়া, ইভা, সামি ও নিবাস। সংগীত পরিবেশন করেন শিল্পী জহিরুল ইসলাম, সোমা, বিথী, আজহার, রিপা প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...