স্টাফ রিপোর্টার, চান্দিনাঃ
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ.বি.এম গোলাম মোস্তফা এমপি। গত মঙ্গলবার (৪ মে) বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় রেস্ট হাউজে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. বজলুর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক মো. কাজী শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক মো. সাহেব আলী, কুমিল্লা জেলা সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া, সহ-সভাপতি মো. মজিবুর রহমান সাধারণ সম্পাদক মো. আ. হালিম প্রমুখ। সভায় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন এর পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...