বরুড়া প্রতিনিধি :
শনিবার ও রোববার দুই দফা অভিযান চালিয়ে কুমিল্লার বরুড়া উপজেলার বালুয়া ও শিলমুড়ি গ্রাম থেকে পুলিশ সাত হাজার ৩৩১টি তাজা গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এসব গুলি বিডিআর বিদ্রোহের সময় লুট হওয়া। কিন্তু ধরন দেখে তারা নিশ্চিত হয়েছেন বিডিআর কিংবা পুলিশ এ গুলি ব্যবহার করে না।
এসব গুলির মধ্যে আছে- ৬ হাজার ৮৮১ রাউন্ডের মধ্যে ৬ হাজার ৫শ’টি চায়নিজ রাইফেলের এবং ৩৮১টি এলএমজির। বাকি সাড়ে চারশ’ রাউন্ড এসএলআর’র গুলি। বরুড়া থানা পুলিশ জানায়, শনিবার সকালে উপজেলার শিলমুড়ি ইউনিয়নের বালুয়া গ্রামের কয়েকজন ঘাস কাটতে গিয়ে একটি কালভার্টের নিচে বস্তাভর্তি গুলি দেখতে পায়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। এখান থেকে ৪৫০ রাউন্ড এসএলআর’র গুলি উদ্ধার করা হয়। রোববার সকাল ৯টার দিকে শিলমুড়ি গ্রামের বিলে তল্লাশি করে ১১টি কার্টুন ভর্তি আরো ছয় হাজার ৮৮১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিকালে এসপি সাংবাদিকদের বলেন, তিনি জানান ২-৩ মাস আগে এগুলো ফেলে রেখে গেছে বলে পুলিশের ধারণা। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাইরে থেকে এসব গুলি আনা হতে পারে। অথবা পাচারের উদ্দেশ্যে কোন সংঘবদ্ধ চক্র এগুলো সংগ্রহ করেছিল।
তিনি বলেন, উদ্ধার করা এসব গুলির উৎস খুঁজতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...