সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত

এস জে উজ্জ্বল :
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি রোববার এ বিষয়টি অনুমোদন করেছে। দীর্ঘদিন ধরে দেশের ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রথম শ্রেণীর পদমর্যাদা দাবি করে আসছিলেন। গতকাল প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় তাঁদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদসচিব আবদুল আজিজ।
এ প্রসঙ্গে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ বলেন, শিক্ষকদের মর্যাদা দেওয়ার বিষয়ে সরকারের যেসব অঙ্গীকার—এ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তার একটি পূরণ হবে।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইনছান আলী বলেন, প্রথম শ্রেণীর মর্যাদা চাইলেও সরকার দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে শিক্ষকদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছে। আগামী ৮ মে ঢাকায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের সম্মেলনের আগে সরকারের এ সিদ্ধান্ত ইতিবাচক বলে তিনি উল্লেখ করেন।
জানা যায়, শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির এ সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পর থেকে কার্যকর হবে।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...