মাসুমুর রহমান মাসুদ,স্টাফ রিপোর্টার :
কুমিল্লার চান্দিনা মহিচাইল ২০ শয্যা হাসপাতাল গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক। মন্ত্রী এসময় হাসপাতালটির অন্তঃ বিভাগ পরিদর্শন করেন। ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর হাসপাতালটি উদ্বোধন করা হলেও অদ্যাবধি হাসপাতালটির অন্তঃবিভাগ চালু হয়নি। স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ও লজিস্টিকস দিয়ে নামে মাত্র বহির্বিভাগ চালু রয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ্ মনির হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লার সিভিল সার্জন ডা. আবদুল মতিন পাটোয়ারী, চান্দিনা উপজেলা চেয়ারম্যান নাজমূল আহসান মজুমদার রিপন, ইউএনও মোছাম্মৎ হাজেরা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ্ উদ্দিন মোসলেম, সাফিয়া আক্তার প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...