সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা :
কুমিলার সদর দক্ষিণের শ্রীভলভপুর ঘোষপাড়া গ্রামে মন্দিরের জায়গাকে কেন্দ্র করে দু পক্ষের বিরোধে সন্ত্রাসী হামলায় ৬ জন আহত হয়।এসময় পল্টন চন্দ্র ঘোষের বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে।গতকাল শুক্রবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়,জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের শ্রীভলভপুর ঘোষপাড়া গ্রামে সংখ্যালঘু ২টি পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে মন্দিরের জায়গা দখল নিয়ে বিরোধ চলে আসছিল।সম্প্রতি স্থানীয় সন্ত্রাসী একটি গ্র“পকে পক্ষে এনে গত কয়েক দিন পূর্বে পল্টন চন্দ্র ঘোষের নিকট অপর পক্ষ চাঁদা দাবি করে।এতে অস্বীকৃতি জানালে স্থানীয় সন্ত্রাসী ছেনি আমিনের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল পল্টন চন্দ্র ঘোষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় তাদের হাতে মহিলা সহ ৬ জন আহত হয়।বিকালে এ রিপোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...