সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা :
কুমিল্লা জেলার ময়নামতি নাজিরা বাজার এলাকায় একটি অজ্ঞাতনামা কার্ভাড ভ্যানের ধাক্কায় বুড়িচং থানা পুলিশের একটি টহল দল সিএনজি উল্টে গিয়ে পুলিশের ১ জন কনস্টেবল নিহত এবং ৩ পুলিশসহ ৪ জন মারাত্বকভাবে আহত হয়েছে।
পুলিশ জানায়, রোববার সাড়ে ১২ টায় গভীর রাতে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ মহাসড়কে একটি সিএনজি বেবীটেক্সিযোগে টহলকালে নাজিরা বাজার এলাকায় অজ্ঞাতনামা একটি কার্ভাড ভ্যানের ধ্াক্কায় সিএনজি বেবীটেক্সি উল্টে গিয়ে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম (৪৮) নিহত হয়। এসময় আহত হয় এএসআই আবুল কাসেম,কনস্টেবল সহিদ উল্লাহ,আঃ লতিফ এবং অজ্ঞাতনামা সিএনজি চালক। স্থানীয়রা রাতেই আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহত পুলিশ সদস্য নুরুল ইসলামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...