সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা :
কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশ সোমবার সকালে উপজেলার সুবিল ইউনিয়নের রাজাপুর গ্রামের ফরিদ আহমেদ (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ মজিবুর নামের এক ব্যক্তিকে আটক করেছে ।
জানা যায়, ওই ব্যক্তি রোববার বিকেলে জমি সংক্রান্ত একটি সালিশীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। সোমবার সকালে বাড়ির অদূরে সৈয়দপুর গ্রামের রাস্তার পাশে খালে ওই মৎস্য ব্যবসায়ী ফরিদ আহমেদের লাশ পাওয়া পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কুমেক হাসপাতাল মগে প্রেরণ করেছে। নিহতের স্ত্রী মোরশেদা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...