খালেদ সাইফুল্লাহঃ
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকা বালুতুপা থেকে ৫০হাজার পিস নিষিদ্ধ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট আটক করেছে বিডিআর। গত বুধবার (২১এপ্রিল) রাত সাড়ে ১১টায় কুমিল্লা ৩৩রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে বিডিআরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। বিডিআরের অভিযান টের পেয়ে ইয়াবা বহনকারী চোরাকারবারী ইয়াবার কার্টূন ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ২কোটি ৫০লক্ষ টাকা বলে জানায় বিডিআর কর্তৃপক্ষ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
বিডিআর কর্তৃপক্ষ জানায়, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিডিআরের অভিযান অতীতের মত অব্যাহত থাকবে এবং আরো জোরদার করা হবে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...