লাকসাম প্রতিনিধি :
বৃহত্তর লাকসাম (লাকসাম, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও মনোহরগঞ্জ) উপজেলার ১০৫ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে গত মঙ্গলবার (২০এপ্রিল) ফোক্লোর ফাউন্ডেশন ও লাকসাম মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে লাকসামের বেলতলী বধ্যভূমির ভাস্কর্য, ইতিহাস ও ঐতিহ্য সংরণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন- কুমিল্লার সদ্য বিদায়ী জেলা প্রশাসক আবদুল মালেক। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আফজল খান, লাকসাম উপজেলা চেয়ারম্যান আলহাজ মজির আহমদ, ফোকলোর ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর আহবায়ক শফিউল আলম, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাকসাম মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবদুল বারী মজুমদার, ফোকলোর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও একুশে টিভি’র প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...