স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার মুরাদনগরে একটি জলমহালের টেন্ডারের পে-অর্ডার,কাগজপত্র ছিনতাই,চাঁদা দাবী,টাকা লুট ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মতাসীন আ’লীগের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার কুমিল্লার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার জাহাপুর গ্রামের জলমহালের টেন্ডারে অংশ নীতে আগ্রহী মামুন মিয়া বাদী হয়ে কুমিল্লার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট’র ২ নং আদালতে দায়েরকৃত ওই মামলায় কামাল মিয়া,নাজিম মিয়া, মোখলেছ, মঙ্গল মিয়া, আক্তার মিয়া এবং জহির মিয়াকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী বলে জানাগেছে। মামলায় অভিযোগ করা হয় গত ১২ এপ্রিল মামলার বাদী মামুন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাহাপুর এলাকার একটি জলমহালের টেন্ডারের কাগজপত্র জমা দিতে গেলে অভিযুক্তরা তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় অভিযুক্তরা তাকে মারধর করে ৫০ হাজার টাকার পে-অর্ডার,টেন্ডারের কাগজপত্র ছিনিয়ে নিয়ে তা ছিড়ে ফেলে। এসময় তার নিকট থেকে ৩০ টাকা নগদ টাকাও লুট করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। আদালত ওই অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরন করেছে বলে আদালত সূত্রে জানাগেছে।ওই টেন্ডার সন্ত্রাস নিয়ে গত ১৩ এপ্রিল দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...