স্টাফ রিপোর্টার :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দোশারী চো সাকিন গ্রামে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী আহত হয়। এ বিষয়ে ৪জনকে আসামী করে সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, সদর দক্ষিণ উপজেলার পেরুল ইউনিয়নের দোশারী চো সাকিন গ্রামের চা দোকানে সন্ত্রাসীদের একটি দল ওমান থেকে ছুটিতে আসা আবুল কালামের উপর হামলা চালায়। এসময় কালামের চিৎকারে তার স্ত্রী বাচাঁতে এলে সন্ত্রাসীরা কুলসুম বেগমকেও হামলা চালিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কুলসুম বেগম বাদী হয়ে সদর দক্ষিণ থাসায় একটি মামলা দায়ের করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...