দেবিদ্বার প্রতিনিধিঃ
মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক্স ক্যাডেটদের সমন্বয়ে গঠিত সামাজিক সেচ্ছাসেবী সংস্থা সৃজন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বারের মত ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ভূইয়া ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরির্দশন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল খায়ের, সংস্থার সভাপতি সাংবাদিক মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার প্রেস কাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, মেলা পরিচালনা পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন সাগর, সদস্য সচিব আনোয়ার পারভেজ খান, সদস্য কাউছার হোসাইন, বিল্লাল হোসেন, মোঃ সাইফুল হক ভূইয়া, মাজেজুল ইসলাম, আতাউর রহমান মিন্টু,আব্দুল্লাহ আল মামুন হিরন, মামুন মিয়া প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...