দেবিদ্বার প্রতিনিধিঃ
রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় সাইফুল ইসলাম (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চরবাকর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র সাইফুল ইসলাম ও দশম শ্রেনীর ছাত্র মাহবুবুর রহমান ওই দিন সকালে সাইকেল যোগে স্কুলে আশার সময় পেছন থেকে আশা কাবার বেন গাড়ি সাইকেলটিকে ধাক্কা দিলে ওই দুই স্কুলছাত্র গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার সাইফুলকে মৃত ঘোষনা করে এবং মাহবুবুর রহমানকে কুমেক হাসপাতালে প্রেরন করেন। নিহত স্কুল ছাত্র উপজেলার হোসেনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...