তিতাসের গাজীপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
জহিরুল ইসলাম ফকিরনাজমুল করিম ফারুক তিতাস থেকে :
গতকাল শনিবার ১০ এপ্রিল তিতাস উপজেলার গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মোঃ রমজান বেপারী
প্রিজাইডিং অফিসার তিতাস ও দাউকান্দি মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, কলেজ শাখায় চারজন প্রার্থীর মধ্যে জহিরুল ইসলাম ফকির-১৩২, সাহানুর আলম সেলিম মাষ্টার-৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অপর দুই প্রার্থী আঃ রহিম ভূঁইয়া-৬৮ ও মোঃ হুমায়ুন কবির-৫১ ভোট পেয়েছে। সাহানুর আলম
মোট ভোট কাস্টিং ১৮৮, বাতিল- ০২। অপরদিকে স্কুল শাখায়ও চারজন প্রার্থীর মধ্যে মোঃ রমজান বেপারী-৪৫৯, মোঃ মিজানুর রহমান মাষ্টার
মোঃ মিজানুর রহমান মাষ্টার-৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অপর দুই প্রার্থী মোঃ হানিফ-৩৩৫ ও মোঃ খলিল মেম্বার-৩১০ ভোট পেয়েছে।মোট ভোট কাস্টিং ৯১৩, বাতিল- ০৭। নির্বাচনী সার্বক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল উপস্থিত ছিলেন।