মাসুমুর রহমান মাসুদ,স্টাফ রিপোর্টার :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত মোটর আইনে দশটি যানবাহনকে জরিমানা করেছে। গত রোববার (৪ এপ্রিল) দুপুরে অতিরিক্ত যাত্রী বহনকারী, ফিটনেস ও লাইসেন্স নেই, অতিরিক্ত গতিসহ নানা অনিয়মের অভিযোগে যানবাহনগুলোর কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে। র্যাব-১১ ও চান্দিনা থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ হাজেরা খাতুন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...