আবুল কালাম, লাকসাম থেকেঃ
গত রোববার (৪এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাকসামকে জেলা ঘোষণার দাবীতে বৃহত্তর লাকসামবাসী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক মুহাম্মদ বদিউল আলম সুজন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী সরদার মোঃ আবদুল কাদের, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব হামদুল্লাহ আল মেহেদী, নয়াদিগন্ত লাকসাম প্রতিনিধি মোঃ মিজানুর রশিদ, সাংবাদিক এমএসআই জসিম, দৈনিক নওরোজ লাকসাম প্রতিনিধি মোঃ আবুল কালাম, সাংবাদিক আবু ইউসুফ, মোঃ দেলোয়ার হোসেন সাংবাদিক আহসান উল্লাহ মিয়াজী প্রমুখ।
বক্তাগণ দীর্ঘদিনের প্রাণের দাবী লাকসামকে জেলা ঘোষণা করার যোক্তিকতা তুলে ধরে বলেন, কুমিল্লা জেলা প্রশাসন ১৬টি থানার একসাথে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে এবং লাকসামের পার্শ্ববর্তী উপজেলা সমূহের সাথে প্রত্যন্ত অঞ্চলের জনগনের যোগাযোগ অত্যন্ত সময় সাপে ও ব্যয় বহুল। সুশাসনের জন্য প্রশাসনিক বিকেন্দ্রীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বক্তাগণ সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের কর্মসূচি সমূহের সফল বাস্তবায়ন এবং জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়ার স্বার্থে বৃহত্তর লাকসামকে অবিলম্বে জেলা ঘোষণা করার দাবী জানান নচেৎ দাবী বাস্তবায়নে বৃহত্তর লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, সদর দক্ষিণ উপজেলার জনগোষ্ঠিকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।
Check Also
কুমিল্লায় ডিবির অভিযানে ১৭ হাজার পিস ইয়াবাসহ ডাক্তার গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ- রাজধানীতে ইয়াবা পাচারকালে ১৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন মো. রেজাউল হক (৪৫) নামের ...