কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী লাদেন গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী জাকির হোসেন ওরফে লাদেনকে মঙ্গলবার গভীর রাতে চৌদ্দগ্রামের জগমোহনপুর গ্রামের চোরাকারবারি নবীর বাসা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ডিবি পুলিশের এসআই শাহজানের নেতৃত্বে একটি দল চৌদ্দগ্রামের চোরাকারবারি নবীর বাসায় অভিযান চালিয়ে সদর দক্ষিণ উপজেলার হোসেনপুর গ্রামের জুলফু মিয়ার ছেলে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী জাকির হোসেন ওরফে লাদেন ও নারায়নগঞ্জের মদনপুরের মৃত আব্দুল খালেকের ছেলে রাসেলকে ৩১ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে ।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি নবী পালিয়ে যায়। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...