মাসুমুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
কুমিল্লার বিভিন্ন স্থানে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হওয়ার খবর পাওয়া গেছে। আমাদের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরঃ দিবসটি উপলক্ষ্যে চান্দিনা উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় শুক্রবার (২ এপ্রিল) সকালে চান্দিনা উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মোবারক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যুৎ দেবনাথ, প্রফেসর মো. হাসান, মো. আবু ইউসুফ, মো. রফিকুল ইসলাম, মো. তাজুল ইসলাম প্রমুখ। অপরদিকে দেবিদ্বার প্রতিনিধি জানান, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন দেবিদ্বার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় শুক্রবার সকালে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
সংস্থার সভানেত্রী ফাতেমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ ভূইয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি আমির হোসেন, সেক্রেটারী মাহবুবুর রহমান,অর্থ সম্পাদক আবু ইউছুব ও সাহিদা আক্তার প্রমুখ।
পরে একটি র্যালী উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...