মোঃ আবুল কালাম,লাকসাম থেকে:
লাকসামের আজগরা ইউনিয়নের কৃষ্নপুর মাঠে পল্লীবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৭ মার্চ বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, পল্লীবন্ধু ক্লাবের লাকসাম শাখার আহবায়ক, জাতীয় পার্টি লাকসাম উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মজিব উল্লাহ খসরু। বিশেষ অতিথি ছিলেন, জাপা আজগরা ইউনিয়ন আহবায়ক মোঃ মিজানুর রহমান। অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আবুল কালাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় কৃষ্নপুর রংধনু ক্লাবকে পরাজিত করে সবুজ বাংলা দল জয়লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় জাপা নেতা আবু ইসহাক খন্দকার, বাদশা মিয়া, দেলোয়ার হোসেন, কামাল হোসেন, শাহজাহান আর্মী (অবঃ) প্রমুখ।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...