শাকিল মোল্লা,কুমিল্লা থেকেঃ
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার জাহাপুর গ্রামের অঞ্জন চক্রবর্তী নামের এক স্বঘোষিত প্রভুর কেরামতিতে প্রতিদিন শত শত লোক এখন তার বাড়িতে ভীড় জমাচ্ছে। স্থানীয় লোকজনের সাফকথা অর্থের জন্য কোমলমতি মানুষের সাথে ওই স্বঘোষিত প্রভু প্রতারনার আশ্রয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। ভক্তরা তাকে প্রভু বললেই সে খুশি হয়, সাথে প্রনামও করতে হয়।
জানা যায় ওই গ্রামের সাধন চক্রবর্তীর ছেলে অঞ্জন চক্রবর্তী। এক বছর পূর্বেও যে অঞ্জন জাহাপুর গ্রামের জমিদার বাড়ির মন্দিরের পরিচালনার দায়িত্বে ছিল, সে এখন নিজেকে প্রভু দাবী করে দুটি দান বাক্স স্থাপন করে নজরানার বিনিময়ে ভক্তদের নিকট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন। বুধবার সকালে ওই গ্রামে সরেজমিনে গেলে গ্রামবাসীরা জানান অঞ্জন নিজকে প্রভু দাবী করে জনগনের নিকট থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারনা করছেন। ওই গ্রামের বাসিন্দা নিতাই ঘোস্বামী ঘোষ, নারুঘোস্বামী, বজ্র নন্দ ঘোস্বামী, অমিত লাল ঘোস্বামী, রতন ঘোস্বামী জানান, এলাকার গরীব ও অসহায় মানুষের সরলতার সুযোগ নিয়ে ওই স্ব-ঘোষিত প্রভু মানুষের সাথে শুধু প্রতারনাই করছে না, রাতে তার আখড়ায় উদ্দাম নাচ, গাঁজা সেবন থেকে শুরু করে সবই চলে ফ্রি-স্টাইলে। ওই স্ব-ঘোষিত প্রভুর এক ঘনিষ্ঠ সহচর জানান এখানে যা হচ্ছে তা থানা পুলিশ সবই অবগত রয়েছে, কিন্তু অদৃশ্য কারনে পুলিশ এ বিষয়ে কোন পদপে নিচ্ছে না। তবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম বুধবার দুপুরে এ বিষয়ে জানান ওই স্ব-ঘোষিত প্রভুর কর্মকান্ডের বিষয়ে পুলিশ অবগত নয়, তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান। স্ব-ঘোষিত ওই প্রভু জানান ‘‘চলতি বছরের ৯ শ্রাবন দুপর ১২ টায় তাকে জ্বিনে আছর করলে সেই সংকটময় মূহর্তে বাবা জগন্নাথ কে স্মরণ করলে সে আমাকে অলৌকিকভাবে আমাকে রা করার পর থেকে বাবা জগন্নাথের সাথে আমার সরাসরি সম্পর্ক হয়ে যায়। তিনি আরো জানান বাবা জগন্নাথই আমাকে পৃথিবীতে প্রভু পরিচয়ে জনসেবা করার জন্য নির্দেশ দেয়ার পর থেকে আমি সেই কাজই করে যাচ্ছি, ভক্তরা খুশি হয়ে আমাকে যা দিতে চায় তাই আমি গ্রহন করে থাকি ’’।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...