দেবিদ্বার প্রতিনিধিঃ
গত শুক্রবার দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সংস্থাপন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ ছিদ্দিকুর রহমানের নিহত ২ কন্যার দাফন রাতেই দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামে সম্পন্ন হয়েছে। রাতে বাড়িতে শিখা ও কান্তার মরদেহ আনার পর এলাকার শত শত শোকার্ত লোক বাড়িতে ভীড় জমায়। এ সময় ওই সচিবের বাড়িতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বরকামতা গ্রামের ওই বাড়িতে এখন চলছে শোকের মাতম। এদিকে ওই সড়ক দুর্ঘটনায় মারাত্বক আহত সচিবের স্ত্রী তাহমিনা পারভীন ছিদ্দিক ও শ্যালক মহিবুল হাসানের অবস্থা এখনো আশংকামুক্ত নয় বলে জানাগেছে।
জানা যায় গত শুক্রবার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের বাড়িতে আসার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার দৌলতপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মোঃ ছিদ্দিকুর রহমানের দুই মেয়ে সায়মা ছিদ্দিক শিখা (২৫) ও সাদিয়া ছিদ্দিক কান্তা (৯) নিহত হয়। ওই দুর্ঘটনায় প্রাইভেটকার চালক মাসুম পারভেজও (২৮) নিহত হয়। সচিব মোঃ ছিদ্দিকুর রহমানের স্ত্রী তাহমিনা পারভিন ছিদ্দিক (৪৮) ও শ্যালক মহিবুল হাসান (৪২) গুরুতর আহত অবস্থায় ঢাকা মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন। ওরা এখনো আশংকামুক্ত নয় বলে ডাক্তাররা জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানাগেছে, সচিব মোঃ ছিদ্দিকুর রহমানের বড় মেয়ে নিহত সায়মা ছিদ্দিক শিখা এ বছর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছোট মেয়ে সাদিয়া ছিদ্দিক কান্তা ভিকারুন্নিসা নূন স্কুলের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী। এদিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে ওই সচিবের গ্রামের বরকামতা গ্রামে গিয়ে তাকে সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণব কুমার ঘোষ, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ ভূইয়া, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাজেরা খাতুন।
Check Also
কুমিল্লায় ডিবির অভিযানে ১৭ হাজার পিস ইয়াবাসহ ডাক্তার গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ- রাজধানীতে ইয়াবা পাচারকালে ১৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন মো. রেজাউল হক (৪৫) নামের ...