সিরাজুল ইসলাম চৌধুরী,কুমিল্লা থেকে :
কুমিল্লা শহরের দক্ষিন চর্থা থিরা পুকুর পাড় এলাকার নিজাম মিয়ার মেচ হতে পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়ারীকে ফেন্সিডিলসহ আটক করে থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, কুমিল্লা কোতয়ালী মডেল থানার চক বাজার ফাঁিড়র ইনচার্জ টি,এস,আই নুরনবীর নেতেৃত্বে পুলিশ রবিবার বেলা ১২ টায় শহরের চর্থায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় পুলিশ মাদক ব্যাবসায়ী ও ছিনতাইসহ একাধীক মামলার আসামি হিরা, অপর তিন আসামি লিটন, নিজাম ও অজ্ঞাত নামা একজনসহ ৪ জনকে থানায় আটকে রাখে। এ বিষয়ে টি,এস,আই নুরনবীর সাথে গতকাল একাধীকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শেষতক তিনি জানান , ওই দিনই আটক চারজনকে আদালতে চালান দেয়া হয়েছে। আটক কৃতদের বিরুদ্ধে দায়ের করা মামলা নম্বর কিংবা ধারা সর্ম্পকে জানতে চাইলে ওই টি,এস.আই আবার বলেন। আটক কৃতরা রিক্সা ড্রাইভার ছিলো তাই তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তবে ভিন্ন একটি সূত্র জানিয়েছে, মোটা অংকের রফা-দফা শেষে ওই দিনই তাদের থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...