ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধী :
মোবাইল ছিনতাইয়ের জের ধরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদের উপর হামলা ও গুলিবর্ষন করে স্থানীয়দের একটি গ্রুপ। সংঘর্ষে ১০ছাত্র আহত হয়। স্থানীয়রা ভিক্টোরিয়া কলেজের কবি নজরুল ইসলাম হল ও হলের গেট ভাংচুর করে এবং গাছ কেটে ফেলে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি গুলির খোসা ও ২টি গুলি উদ্ধার করেছে। পরে ক্যাম্পাসে ছিনতাইকারীদের গ্রেফতার ও কলেজ ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবীতে ছাত্ররা বিক্ষোভ করে।
মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এক ছাত্রের মোবাইল ছিনতাই করে স্থানীয়দের একজন। মোবাইল ছিনতাইকারীদের গ্রেফতারের দাবীতে বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্ররা। কবি নজরুল ইসলাম ছাত্রাবাসে দুপুর ২টায় ড্রাইনিং রুমে ছাত্ররা যখন খাওয়া দাওয়া করছিল সেই সময়ে স্থানীয়দের একটি মুখোশধারী দল ছাত্রদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে হলরুম ও হলের গেইটের ভাংচুর করে।হলের ছাত্ররা সংগঠিত হয়ে স্থানীয়মুখোশধারীদের ধাওয়া করে। এসময় ছাত্ররা স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫টিগুলির খোসা ও ২টি গুলি উদ্ধার করে।পরে কলেজ ছাত্রবাসের ছাত্ররা কলেজ ক্যাম্পাসে ছিনতাইকারীদের গ্রেফতার ও কলেজ ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাড়ির দাবীতে ছাত্রদের বিক্ষোভ মিছিল করে। অতিরিক্ত পুলিশ সুপার ফরহাত আহমেদ বিক্ষুদ্ধ ছাত্রদের নিয়ে ঘটনার বিষয়ে এক সমঝোতার চেষ্টা করছেন।
কোতয়ালী মডেল থানার এসআই সাজ্জাদ হোসেনের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। আমরা যাওয়ার পর কোনো গোলাগুলি হয়নি। গুলির খোসা উদ্ধারের কথা অস্বীকার করেন।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...