স্টাফ রিপোর্টারঃ
শনিবার দুপুরে ব্যাংকক থেকে দেশে ফিরে কুমিল্লার মুরাদনগরের বিএনপি দলীয় সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তব অর্পণ করেন।
জানা যায় দীর্ঘ দিন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন এম.পি কায়কোবাদ দেশে ফিরছেন এ খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা প্রায় ২ শতাধিক গাড়ি নিয়ে তাকে স্বাগত জানাতে হযরত শাহ জালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত হয়। পরে মোটর শোভাযাত্রা সহকারে দলীয় নেতামর্কীদের নিয়ে এমপি কায়কোবাদ জিয়ার মাজারে পুস্পস্তব অর্পণ করেন। জিয়ার মাজারে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন কোন ষড়যন্ত্র করে এ দেশের মানুষের মন থেকে শহীদ জিয়া ও বিএনপির নাম মুছে ফেলা যাবে না, তিনি দেশ থেকে হিংসার রাজনীতি পরিহার করার জন্য সরকারের প্রতি আহবান জানান। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল ইসলাম, বিএনপি নেতা শিল্পপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার, এডভোকেট কামরুল হায়াৎ খান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোল্লা মজিবুল হক চেয়ারম্যান,যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মদ মাসুদ, বিএনপি নেতা মোল্লা মহিউদ্দিন, হাজী আবুল খায়ের, চেয়ারম্যান মানিক মাষ্টার, সফিকুল ইসলাম,আবুল হাসেম, নোয়াব মিয়া,জয়দল হোসেন, মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক ছোটন, সাধারণ সম্পাদক আহসান হাবিব শামীম প্রমুখ।
Check Also
করিমপুর মাদরাসায় বোখারী শরীফের খতম ও দোয়া
মো. হাবিবুর রহমান :– কুমিল্লার মুরাদনগর উপজেলার করিমপুর জামিয়া দারুল উলূম মুহিউস্ সুন্নাহ মাদরাসায় ১৪৪০ ...